লাজে মরি আমি লাজে মরি !
অমন করে আর চেয়োনা গো তুমি
আমার আঁচল ছুঁইলে ছুঁক ভূমি
ধূলো-বালিতে খাক গড়াগড়ি ...
শিশিরে ভিজলে ভিজুক তিমি,
তবুও ছুঁয়োনা আমার আঁচল খানি
করোনা আমায় আর ঘানিটানা ঋণি।

লাজে মরি আমি লাজে মরি !
অমন করে আর বলোনা গো তুমি
তোমার চাওয়া পাওয়া ফিরে দিয়ে আমি
চোখের জল ... কি করে ধরে রাখি,
বাড়ে বুকের পাঁজরের ফোঁস-ফোঁসানি
শোকে পড়ে খানা-দানা-পানি,
অনশনে নিদ্রার পাতা সাতকুড়ি ।



মঙ্গলবার
২৮ মাঘ, ১৪২১  
১০ ফেব্রয়ারি, ২০১৫
২০ রবিউল সানি, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ