কথা বলো কবিতা
আর চুপ থেকোনা
অনেক সময় করেছ পার অনাদর অবহেলায়
হাসাও নয়ত কাঁদাও
তাও যদি না পারো হামাগুরি খাও
তবুও সফল হও !
তুমি নও কারো উপহাসের পাত্র
তুমি হও জরুরী অবস্থার মতন
ঢুকে পড় সবার রন্ধ্রে রন্ধ্রে মহাঔষধ ন্যায়
উজ্জবিত করো প্রতিটি বিবেক ।
কবিতা তুমি ভুলে যেওনা
তুমি পথ প্রদর্শক !
তুমি নও ছেলে খেলা হাতের মোয়া
তোমায় নিয়ে কেউ কটুক্তি করুক
এ আমি সহ্য করবোনা !
তুমিও সজাগ থেকো; সে সুযোগ কাউকে দেবেনা
তোমার প্রতিটি পঙতিতে পঙতিতে থাকে যেনো প্রাণ
আকাশে বাতাসে ছড়ায় যেন শুভ্রতার ঘ্রাণ
বিধবা মা যেনো ভুলতে পারে তার
অকালে সন্তান হারানোর বেদনা, প্রতিদান ।
কথা বলো কবিতা
পেট্রোল বোমায় কি দিন দিন দগ্ধ হতেই থাকবে
নিরাপরাধ খেটে খাওয়া ভুখা মানুষগন
কি তাদের অপরাধ ?
যারা জানেনা রাজনীতি, চেনেনা নেতা
গনতন্ত্রের নামে এ কোন তান্ডব !
একপক্ষের গোলাগুলিতে কি করে ক্রস ফায়ার ?
মরে না কেনো এই ব্যভিচার নেতাগন ।
কথা বলো কবিতা
এখন বধির থাকার সময় নয়
এখনই দরকার একটা চিরস্থায়ী সমাধান ।
সোমবার
২৭ মাঘ, ১৪২১
০৯ ফেব্রয়ারি, ২০১৫
১৯ রবিউল সানি, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ