কোনো জারজ সন্তান যখন জানতে চায়
অন্যের পিতৃ পরিচয় -
খতিয়ে দেখতে চায় জন্মসূত্র; দাদা-দাদীর বাড়ি,
পৈত্রিক-ভিটা-সম্পত্তি খানদান কিনা!
চাচা-চাচির নানার বাড়ির কূল!
খোটা দেয় পূর্ব পুরুষ তুলে।
  
তখন তাকে তুমি কি বলবে
কি নামে তাকে আখ্যায়িত করবে,
কতখানি ইতর বললে থামবে রক্তের চাপ?
তার প্রতিদান কি হওয়া উচিত!

তার সন্তান সন্ততি;  
ভুন্ঠল, তালকানা হওয়া অস্বাভাবিক কিছু নয়
এভাবেই হয়ত খুলবে একদিন
তার আজকার রুদ্ধ দ্বার,
মতিভ্রমের হতে পারে পরিবর্তন
তবেই মোচন হবে পরবর্তী প্রজন্মের কুলাঙ্গার।



রবিবার
২৬ মাঘ, ১৪২১  
০৮ ফেব্রয়ারি, ২০১৫
১৮ রবিউল সানি, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ