ধীরে ধীরে আমায় তুমি
করলে কি যে জাদু,
শয়নে স্বপনে যখন তখন
শুধুই তোমায় দেখি।

ধীরে ধীরে বীরের বেশে
প্রেমে জাগালে তুমি,
আঁকা বাঁকা মেঠো পথে
শষ্য-শ্যামল হাসিখুশি।

ধীরে ধীরে কাছে এসে
টুপটাপ বললে তুমি,
মরাচাঁদ দেবোনা তোমায়
দেবো জ্যান্ত চাঁদবাড়ি।



শনিবার
২৫ মাঘ, ১৪২১  
০৭ ফেব্রয়ারি, ২০১৫
১৭ রবিউল সানি, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ