যা পাখি- যা- উড়ে যা
যেথায় তোর মন চায় সেথায় যা !
আমার কথা ভুলে গেলে ভুলে যা
তবু রইল আমার খাঁচা খোলা ।
তোর জন্য সদা সর্বদা
বাক-বাকুম-বাক ফাল্গুন হাওয়া
ভালোবাসা একরাশ আগুন ঝরা !
তোর জন্য পাগল পারা ।
যা পাখি- যা- উড়ে যা
যার জন্য তোর মন উথালা-
তার কাছে উড়ে যা,
যদিও তুই আমার সারা দুনিয়া ।
অতঃপর আজীবন রইল;
তোর জন্য আমার খাঁচা খোলা ।
শুক্রবার
২৪ মাঘ, ১৪২১
০৬ ফেব্রয়ারি, ২০১৫
১৬ রবিউল সানি, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ