স্বপ্নগুলো গেলো হারিয়ে
কোন সেই বেসুর দুরে –
সেই মেয়েটি আসতে চেয়ে
আজও আসলোনা ফিরে ।
ভাবের কথন বলতে গেলে
হাইকোট দেখায় তবে –
ছলে বলে নানান কুশলে
মোর্দা আলাপ ঝোলে ।
বাড়ির পিছে কদম নীচে
বসে রাখে ইচ্ছে মতে -
বাদলা হাওয়া দুলছে শিরে
দখিনা-উত্তরা মিশ্রনে ।
চিনা কাউন বাদাম ফুলে
দূর্বা সরিষা পথ চেয়ে -
সাজের বেলা হলে পরে
খবর পাঠায় কালকে ।
বুধবার
২২ মাঘ, ১৪২১
০৪ ফেব্রয়ারি, ২০১৫
১৪ রবিউল সানি, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ