ইচ্ছে করছে; পালিয়ে যেতে
ত্রাস জুলুমের বেড়াজাল ভেঙে
দুঃশাসনের গন্ডি পেরিয়ে -
যানজট কালো ধোঁয়া হতে ।
চাইনা পড়তে গুম খুনের খপ্পরে
মিথ্যে মামলার সাজায় পচতে
সাদা পোষাকের নাম ধরে -
যা ইচ্ছে তাই চলছে দেশে ।
পেট্রোল বোমায় যাচ্ছে ঝলছে
নিরাপরাধ বাবা-মা-শিশু একত্রে,
উৎকন্ঠা আজ বাড়ি- মাঠ- ঘাটে
অর্থনীতির মাজা যাচ্ছে ভেঙে ।
ইচ্ছে করছে; পালিয়ে যেতে
মন মহাজনের দেনা থেকে,
চক্র বৃদ্ধির সুদ ঘুষ হতে –
এবার বেড়িয়ে আসতেই হবে।
ইচ্ছে করছে; হারিয়ে যেতে
খোলা-ভোলা আকাশের নীচে -
কিছু রোদ কিছু বৃষ্টিতে ভিজতে
সুনিবিড় সুশীতল হাওয়ায় ভাসতে ।
সোমবার
২০ মাঘ, ১৪২১
০২ ফেব্রয়ারি, ২০১৫
১২ রবিউল সানি, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ