তোমাকে দেখেই আমি
ভাষা খুঁজে পেয়েছি !
আবার লিখতে বসেছি
কবিতার লাইন সাজিয়েছি
নীল খামে চিঠি লিখেছি
ডাক বাক্সেও ফেলেছি -
তাতে জানতে চেয়েছি;
কেমন আছ অভিমানি ?
এখনও বিরহ কাটেনি !
আমি কোনমতে বেঁচে আছি ।

রচনাঃ
০৮ অগ্রহায়ণ, ১৩৯৯
সাতার পাড়া, গাইবান্ধা।