তোমরাই বল পরিত্রানের কি পথ
সহিংসে অন্ধকারে ঠেলে দিয়ে-
কোন সহিংস বন্ধ করতে বলছ ?
পেটোয়া বাহিনী লেলিয়ে তাড়াতে চাও মনুষ্যত্ব!
শাসনে জয় করতে চাও সাধারনের মত
আদায় করতে চাও জন সমর্থন
কতজনের পারবে, কতদিন ?
ঠিক ঠিক ঘুম হয় তোমাদের ?
আমি তো পারিনা আগের মতন
কোন কিছু বিশ্বাসেও ভয়, কোনটা সঠিক ?
কি খবরের কাগজের, কি টিভির পর্দার-
তোমরা তো বলেই দিয়েছ এটা এটা যাবেনা বলা
এটা এটা অইটাকে যাবেনা দেখানো
আর এটাকে প্রচার করতে হবে এই ভাবে।
তোমরাই বল তবে কি স্বাধীনতা দিচ্ছ আমাদের!
কোন গণতন্ত্রের কথা বলছ ?
যা নিয়ে রোজ রোজ অভিনব;
খাম খেয়ালিপনা, তামাশা, রীতিমত উপহাস !
গলায় পারা রেখে সুসংহতের প্রচার !
কত পারসন ভোটে আজ ক্ষমতায় অধিস্ঠিত ?
তবে আজ তোমরাই বল;
ন্যাক্কার পরিস্হিতি উত্তরনের কি কৌশল ?
শুক্রবার
১৭ মাঘ, ১৪২১
৩০ জানুয়ারি, ২০১৫
০৯ রবিউল সানি, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ