প্রাণ প্রিয় সোনার বাংলাদেশ
মুক্তিযুদ্ধ এখনও হয়নি শেষ
ত্রিশলক্ষ জনে কেনা
আজও বাড়ছে তোমাদের সংখ্যা।

দূর্বার এগিয়ে চলো বাংলাদেশ
একবিন্দু রক্ত থাকতে-
কখনো নয় কোন আপোষ,
যতক্ষন হবেনা গণতন্ত্র উদ্ধার
ততক্ষন কিসের বাড়িঘর!
স্বতঃস্ফুর্ত সমর্থন আরও দরকার।

ছাত্র- শিক্ষক- বুদ্ধিজীবি- পেশাজীবী
আন্দোলন সংগ্রাম আজ সময়ের দাবী
অভিনয়, নাটক আর কালক্ষেপণ নয়
ভূমিকা রাখার এখনই শ্রেষ্ঠ সময়।

লিভার ক্যান্সারে ধুকে ধুকে মরার চেয়ে
মরা ভালো আকস্মিক হৃদ রোগে!
তাতে অন্তত দুরারোগ্য থেকে;
নিশ্চ্য় ভবিষ্যত প্রজন্ম রক্ষা পাবে।



বৃহস্পতিবার
১৬ মাঘ, ১৪২১  
২৯ জানুয়ারি, ২০১৫
০৮ রবিউল সানি, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ