ও-গো সুন্দরম, সুন্দরতম
আমাকেও তুমি সুন্দর কর
তোমার আদেশ নিষেধ দিয়ে
আমাকেও কঠোর পাষাণ কর,
নইলে আমি ধ্বংসের পথে
ক্রমেই এগিয়ে চলছি প্রতিনিয়ত।
ও-গো সুন্দরম, সুন্দরতম
আমাকে রক্ষা কর, বাচাঁও
ফেরাও সেই পথ হতে;
যে পথ অসত্যের অবমাননার,
চালাও সেই পথে- তোমার পথে
যে পথ আর্দশ ও সত্যের।
রচনাঃ
০৬ অগ্রহায়ণ, ১৩৯৯
সাতার পাড়া