জুড়ায় মন, জুড়ায় আমার প্রাণ
শীতল এই নিরেট জমিনখান
আশি বছর পরেও আজ- এখন
মনে পড়ে তোর প্রথম চুম্বন!

লুকোচুরি বলা না-বলা কত অভিমান
নদীর তটে, কাঁপাস কাশ বন,
ঢেউয়ের তালে তালে প্রেম স্পন্দন
এখন কেমন আছিস?
আমার কথা কি মনে করিস
আমার মতন যখন তখন।

পড়িতেছি তোর প্রথম পত্রখান;
তোর উরুতে মাথা রেখে আকাশ পাণ
আমার নাকে ঠোঁটে তোর আলিঙ্গন।

কাঁথা মুড়ি দিয়ে আরও কিছু আলাপন;
তুই ছাড়া আমার বুক করে খান খান
মাঝে-মাঝে দেখা করিসনা ক্যেন?
বিরান-মরুভূমি হয় এই শর্ষেক্ষেতখান
প্রীতিস্মৃতিগুলো দোলনায় যখন তখন।


সোমবার
১৩ মাঘ, ১৪২১  
২৬ জানুয়ারি, ২০১৫
০৫ রবিউল সানি, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ