এক হাতে বুকে ছুরি
অন্য হাতে আদর, সোহাগ
পিঠে মলম মালিস!
মুখে মিষ্টি বুলি
অন্তরে ছড়ানো ছিটানো বিষ।
পঁচা শামুকে দাঁড়িয়ে
নক্ষত্র উলকা তারকা উপদেশ;
নিজের বেলায় উদাসীন
অন্য না মানলে-
ধিক্কার, অবজ্ঞা, উপহাস।
চিকিৎসক বিকলঙ্গ
দুরারোগের রোগী;
অন্যকে ফুল-ফ্রি প্রেশক্রিপশন!
মরা গাছে কাঁঠাল
আর গোঁফে তেলের মতন।
আর দিওনা কাঁটাঘায়ে
লবণ-শুকনা ঝাঝ মরিচের গুড়া,
যে সন্তান শোকে মূর্ছনা!
তাকে আর দিওনা লাঞ্জনা
ভেবোনা এক কাতারে।
রবিবার
১২ মাঘ, ১৪২১
২৫ জানুয়ারি, ২০১৫
০৪ রবিউল সানি, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ