আমি যদি হয়ে যাই একাকার
সমুলে সবিশেষে নিঃশেষ!
যদি আমায় স্বৈরশাসকের মতন
ব্যবহার করতে হয় বুলেট টিয়ার সেল
যদি কারন ছাড়াই করতে হয় লড়াই!
যদি ডাক দিতে হয় সংগ্রাম-আন্দোলনের
যদি গড়তে হয় নির্মুল কমিটি!
তবু আমি সবকিছু মাথা পেত নেব।
নতুন উদ্যমে আলোড়ন তুলব পুনরায়
যদি তাতেও কুলাতে না পারি,
মৃত্যুর সংগে পাঞ্জা লড়ি!
তবুও সে মূহুর্তটিতে
একটিবার হলেও
তোমার খোঁজ নেব;
তুমি কেমন আছ, ... ...?
রচনাঃ ৩০ কার্ত্তিক, ১৩৯৯