আমি আঙ্গুল তুলেই কথা বলছি
তোমার দিকে তাক করে-
তোমার মুখে একথাই সঠিক
একথা মোটেই বেমানান নয়
দেখা মাত্র গুলির নির্দেশ!
তখন কোথায় থাকে তোমার এই বুলি
যখন ফেলানির লাশ ঝুলে তাঁর কাটায়
যখন রাখাল ভাই জীবন হারায়
তার আপন শষ্য ক্ষেতে।  
তুমি তো সীমান্ত রক্ষাকারী নও
নও বাংলাদেশীর বন্ধু-
তুমি তাবেদার, দেশদ্রোহী, দালাল।
যারা ভাইয়ের রক্ত নিয়ে হুলি খেলা খেলতে চায়
অবৈধকে প্রসারিত করতে চায় বৈধতায়  
নারকীয় তান্ডব, ঘটাতে চায় লঙ্কা কান্ড,
জোর-জবরদস্তি চাপায় শাসনভার
তারা অন্তত মানুষ নয়, নর পিশাচ-
জানোয়ার বললেও কমবেনা আমার রক্ত চাপ।
ভুলে যেওনা তুমি জনগনের বন্ধু-
সাধারনের নিরাপত্তা দেওয়াই তোমার কর্তব্য
কখনোই কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়।



শনিবার
০৪ মাঘ, ১৪২১  
১৭ জানুয়ারি, ২০১৫
২৫ রবিউল আউয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ