ভেবোনা উষ্কে দিচ্ছি
অতিরঞ্জিত রঙ মাখাচ্ছি
ফুলিয়ে ফাঁপিয়ে বেলুন উড়াচ্ছি,
স্রেফ- মন প্রাণ প্রণয়ের টান!
যা সত্য তাই বলছি;
মনে চাপানো জমানো অগ্নিস্ফুলিঙ্গ
আর দমাতে পারছি কই।
কোথায় আজ পররাষ্ট্রনীতি?
নতজানুও ছাড়িয়েছে সীমানা
কলাকৌশল কুটনীতি ঘরে নেই-
কাদের জন্য রাজনীতি?
সত্য স্বার্থে হানলে মৌলবাদী।
যেখানে নব্বই ভাগ মুসলমান
তরতাজা, সুঠাম, মেধাবি অধিবাসী
সেখানে আজ কি করে; উচ্চপদে বঞ্চিত
প্রায় সকল মুসলিম নর-নারী!
আজ দেশে হচ্ছেটা কি?
তবে কি স্বাধীন আছি!
নাকি পরাধীনতার শিকলে জড়িয়েছি!
কার দৃষ্টিতে কোন পথে হাঁটছি?
শুক্রবার
০৩ মাঘ, ১৪২১
১৬ জানুয়ারি, ২০১৫
২৪ রবিউল আউয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ