আজ মনটা আরও বেশী ভাল নেই
কাল শুরু দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা
বিশ্বের দ্বিতীয় মুসলিম জমায়েত,
লাখো মুসল্লির সমাগম তুরাগের দু’পাড়
তবুও আজও অবরোধ অবরুদ্ধ অবিরত!
থেকে থেকে খন্ড খন্ড সহিংস হরতাল
তবুও পরস্পর অনড়!
কেউ কাউরে দিচ্ছেনা ছাড়!
জনসেবা জনহিতকরের অন্তরালে
ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় থাকার
এ-কোন অনৈতিক লোলুপ!
ধর্মপ্রাণদের দুর্ভোগ ভোগান্তিতে রেখে
বলতে কি পারি মুসলিম রাষ্ট্র, ধর্মভীরু?
যদিও ইজতেমা হজ্জের তুলনা নয়,
নয় আশপাশ, ইসলামের পাঁচটি স্তম্ভ;
ঈমান, নামায, রোযা,হজ্জ, যাকাত
তবুও বিশ্ব ইজতেমা পরম পাওয়া!
রাহমান-রাহিমের একমাত্র করুণা
তাবলীগ জামায়েতের শ্রেষ্ঠ জমায়েত।
এবারের আখেরি মোনাজাতের-
হে খোদা এই যেন মুল প্রতিপাদ্য;
নিপাত যায় যেন সারা বিশ্বের-
অনৈতিক অগণতান্ত্রিক যত ধ্বংসলীলা।
বৃহস্পতিবার
০২ মাঘ, ১৪২১
১৫ জানুয়ারি, ২০১৫
২৩ রবিউল আউয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ