প্রবাসী প্রেয়সী;
তোমার কাছে কি বার্তা পাঠাই
শুভ সংবাদ দেওয়ার মতন!
আজ আমার কিছুই জানা নাই
আমার মন একটুকুও ভাল নয়,
আকাশ ছেয়েছে দূষিত হাওয়ায়-
অস্থিরতা!

দম বন্ধ হয়ে আসছে অবিরত-
রাস্তা ঘাটে বেড়ুলেই আতঙ্ক! কখন কি হয়?
কোলে ফেরার নেই নুন্যতম নিশ্চয়তা
পেট্রোল বোমায় যাত্রীরা পুড়ে ছাঁই
নিষ্পাপ শিশুটারও রক্ষা কই?
সহিংস হিন্স্র থাবা, গুলিবিদ্ধ, অস্ত্রপাচার, শংকা-
ঘরও নয় নিরাপদ; মামলা হামলা ধর পাকড়।
যে যার মতন হাঁটছি, বিপরীত অনুক্ষণ
পরস্পরে সমূদ্রপথ- কি করে সমন্বয়!

সবুজ শ্যামল হচ্ছে তামাটে
পণ্যবাহী যানবাহনে আগুন, জমিতেই পচন-
অথচ মহানগরে মহাসংকট, দুষ্প্রাপ্য, অধিক মুল্য
কৃষি প্রধান দেশ কি তবে বিপদ মুক্ত!
শুধু রাজধানীই কি সব?

প্রেয়সী, তোমায় আর কি দিতে পারি দুঃসংবাদ!



বুধবার
০১ মাঘ, ১৪২১  
১৪ জানুয়ারি, ২০১৫
২২ রবিউল আউয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ