জানিনা!
কি করছে অপেক্ষা;
কখনো কাঁপছে বাম চোখটা-
কখনো ডানটা-
আবার কখনো একসাথে দুটোই!
আজ নয় কাল নয়
অনেকদিন হয়!
বুঝেও আসছেনা কিছু
কি যে নিয়েছে পিছু
যুগ পথ হচ্ছে নিচু।
নির্যাতন নিপীড়ন প্রহসন
এক এক দিন এক এক রকম
মুখোস পাল্টায়ে কতক্ষণ?
অর্থনীতি নিম্নমুখী!
আজ হত দরিদ্ররা পাচ্ছেনা গতি
অধিপতিদেরও পুড়ছে ভুতি।
তবুও টনক নড়ছেনা কারো
যে যার মত!
সহিংস মিথ্যাচার অভিনব
কার চেয়ে কে কত?
কল্যাণের পথে এস
সুরাহা ছাড়া সবই ব্যর্থ।
সোমবার
২৯ পৌষ, ১৪২১
১২ জানুয়ারি, ২০১৫
২০ রবিউল আউয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ