তুমি এখন গুরু, আমি শিষ্য
যা শিক্ষা দিচ্ছ! তাই মনে রাখব!
আমি যদি হই কভু গুরু-
তুমি তবে তখন দুগ্ধ শিশু
তোমায় খাওয়াব হিসু।
আমার বাড়ি নির্মাণে পাঠাও!
ইট বালু কার্ভাড জলকামান
অধিকন্তু না হারাবার জন্য
কত নিচ্ছিদ্র নিরাপত্তা!
সময়ে তালা-বদ্ধ সময়ে খোলা।
অতঃপর উদ্বোধনে;
অতিথিদেরসহ পিপার স্প্রে
কত আপ্যায়ন! এত ঋণ!
অত কিছু! মনে না রেখে পারি?
অকৃতজ্ঞ নই! ঠিকই পুষে দেব,
আমি যদি না-ই পারি
ভুলবেনা কভু প্রজন্ম
নচেৎ আত্নাও পাবেনা শান্তি।
তুমি তৈরী থেকো!
প্রতিশোধ ভেবোনা
গতি পথ রোধ নয়!
তোমায় উপহার দেব
মিউনিসিপ্যাল কর্পোরেশন
ময়লা আবর্জনার স্তূপ।
তুমি আমার পরম বন্ধু!
সতীনও ভাবতে পার!
এমন আচরণ দ্বায়িত্ববানদের!
কখনোই কারো কাম্য নয়।
শনিবার
২৭ পৌষ, ১৪২১
১০ জানুয়ারি, ২০১৫
১৮ রবিউল আউয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ