আসমানে শঙ্খচিল
জমিনে হিংস্র সিংহ
আমরা কার কাছে নিরাপদ?
উভয়ে রক্ত পিপাসু!
এরা ডাইনি ডাইনোসর
ডানার সন্তান ভক্ষণেও নয় অনুতপ্ত।

ধর্মনিরপেক্ষ ধর্মভীরু অভিনয় মাত্র
মুক্ত যুদ্ধ পক্ষ বিপক্ষও অনুরূপ
আজ বিপন্ন প্রায় সার্বভৌমত্ব!
উভয়ে শিমারের দোর গোঁড়ায়
ধ্বংস এদের অনিবার্য,
কালক্ষেপণ মাত্র-
আজ টাল মাতাল বাংলাদেশ।

বজ্রকন্ঠ কে তুমি? জেগে ওঠ-
এখন সময় তোমার!
আমরা আছি অধিকাংশ
খোদার কসম- মনে রেখো;
আবার লিখে রেখো স্বর্ণাক্ষরে
যদি সত্য- সত্য তুমি?
তবে নিশ্চয়ই জয় সুনিশ্চিত।


শুক্রবার
২৬ পৌষ, ১৪২১  
০৯ জানুয়ারি, ২০১৫
১৭ রবিউল আউয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ