আড়ি আড়ি আড়ি
তোমার সাথে আড়ি
আর যাবনা বাড়ি
যতই কর পারাপারি
চড়বনা তোমার গাড়ি
হেঁটেই যাব আমি
হাঁটু সমান পানি!
একাই দেব পাড়ি
তবু আমার আড়ি
ভাঙবনা এখুনি
আসতে চেয়ে ফাঁকি
ছিলাম সন্ধ্যা অবধি
ফুলেল মাল্যখানি
শুকে বিরহ বড়ি
আড়ি আড়ি আড়ি
বুধবার
২৪ পৌষ, ১৪২১
০৭ জানুয়ারি, ২০১৫
১৫ রবিউল আউয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ