তোমার ওই একটা কথাই যথেষ্ট
আমি রাস্তায় নামব-
আমি কাল বেরুব-
যদিও ক্ষমতাসীন করেছে লঞ্চ-বাস আজ থেকেই বন্ধ
চলছে ধর্মঘট অঘোষিত।
আমি কাল ফাঁকা মাঠেই ভাষণ দেব
গণতন্ত্রকে মুক্ত করে তবে ঘরে ফিরব,
তোমরা আসতে পার- আর না- পার
বেরিয়ে পড়-
যেখানেই বাঁধাগ্রস্ত সেখানেই সমাবেশ আরম্ভ-
গণতন্ত্র কর মুক্ত।
আমি কোনো আদেশ মানিনা
কেনো মানব? মানতে পারিনা;
যখন সরকার দাম্ভিক নিষ্ঠুর অবৈধ,
যখন আজ সবাই নিজ ঘরে অবরুদ্ধ
তখন আর ভয় কিসের! ভাঙব চল্লিশ চুয়াল্লিশ
পাঁচ-জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস,
তাতে যদি আমিও হই কারারুদ্ধ
তবু হোক গণতন্ত্র মুক্ত।
রবিবার
২১ পৌষ, ১৪২১
০৪ জানুয়ারি, ২০১৫
১২ রবিউল আউয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ