অমন করে দিব্বি আমায় দিও-না গো তুমি
আর কখনো বলোনা; আসবেনা মোদের বাড়ি
দোষ যদি করেই থাকি! সে করেছি আমি-
আমার দোষে অন্যদের পর করোনা তুমি!
যদিও তুমি আমার হীরা পান্না চুন্নি; সাত রাজার ধন-
তোমার জন্য আমার জন্ম, ভালোবাসার হয়না মরণ।

দোষ করলে আমি করেছি- অন্যদের দিওনা শাস্তি
তুমি না আসলে কারো মুখে নাই বুলি!
বাড়ির চিলাকোঠাতেও উঁকি দেয়না এক চিলতে হাসি
দো-আঁশেও ফুলে আসবেনা কখনো কলি!
চাঁদের আলো হারিয়ে যায় অনেক আগেই জানি
মেঘের কোলে ঠাঁই পায়না সূর্য কিরণগুলি।

ভুল করলে আমি-ই করেছি-
সে ভুলের মাশুল দেবে কেন নিষ্পাপ প্রাণী ?
বাড়ির পুরনো; কুকুর- বিড়াল- টিয়া পাখিটি
গত কয়দিনে একবারও মুখে দেয়নি কোনো দানাপানি!
তুমি আজ যে দিব্বি দেবে, সেই শূল-ই মেনে নেবো আমি
শুধু তোমার পদধূলিতে ফিরিয়ে দাও ওদের সবার হাসি।


শনিবার
২০ পৌষ, ১৪২১  
০৩ জানুয়ারি, ২০১৫
১১ রবিউল আউয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ