কবিতা কি আর বলে কয়ে আসে-
কখন আসে! কে জানে?
সে চলে তার ইচ্ছে মতন;
নাস্তার টেবিল, ডিনার, মধ্যাহ্ন ভোজ, চায়ের চুমুক যখন তখন
সভা-সমাবেশ, মিছিল, গোল টেবিল বৈঠক,এমনকি গুরুত্বপূর্ণ অধিবেশন
কখনো কবিতা নিজেই জানেনা কোন পথে হাঁটছে সে এখন!
একটু পরে কি করবে কখন?
কবিতা আসে সবুজ মাঠ, রুপালী নদী, সোনালী ধান ক্ষেত, মেঠো পথে-
পাহাড় সমূদ্র, পর্বত, নাবিকের মাস্তল, যুদ্ধের দামামা, ধূ-ধূ বালুচরেও-
সতীত্ব নারীর অপবাদ মূর্ছনায়, মিথ্যে জাহির দাম্ভিকতা প্রতিরোধে-
কবিতা আসে কালো-ধলোর প্রকারান্তে মানবতা যেখানে অসহায়!
শ্রদ্ধা স্নেহ মায়া মমতা যখন অনাদারে দূরে পায়ে ঠেলে দিতে চায়-
ঘুণে ধরা সমাজের নষ্ট দুষ্ট কিছু লোক।
কবিতা আসে রোদ, খরাবৃষ্টি, মেঘ, কুয়াশা, আলো-আঁধারে যখন তখন
কবিতা আসে কবিতার ইচ্ছে মতন কারো কোনো তোয়াক্কা ছাড়া, বাঁধন হারা-
কবিতা আসে কবিতার ইচ্ছায়! কবি মুখ্য নয়?
কখনো কবিতা আসে এমন সময়! যা বলা কভু শোভনীয় নয়?
বৃহস্পতিবার
১৮ পৌষ, ১৪২১
০১ জানুয়ারি, ২০১৫
০৯ রবিউল আউয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ