তুই যদি যেতে চাস- যা!
তাতে কার কি!
শুধু আমার জোয়ারে ভাটা পড়বে, তোর কি নয়?
তোরও জৌলুস অনাদরে ঝুলে থাকবে বৈঠায়
আমার আক্ষেপ শুধু এতোটুকু
টুই টুম্বুরে বাইতে পারলিনা আমার নাও-
আর আমার নাওয়ে তুই ছাড়া আর কেউ নয়
তাও জেনে রাখ!
হয়ত নদী শুকিয়ে যাবে
কাশফুল মিশবে মাটিতে
তবুও তোর অপেক্ষায় রবে অঙ্কুর, কলি।
তোকে শুধু এতটুকু বলি;
জোয়ারের নাও আর ভাটি গাঙ্গের নাও বাওয়া
কখোনোই এক নয়,
চরে জন্মেনা সবুজ উদ্ভিদ।
চলন গঠনে এক রকম হলেও-
হরিতল আর কবুতরের স্বাদ বরাবর আলাদাই হয়।
সোমবার
১৫ পৌষ, ১৪২১
২৯ ডিসেম্বর, ২০১৪
০৬ রবিউল আউয়াল, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ