গণতন্ত্র আজ কাঁদে
সিতানে কাঁদে পতানে কাঁদে
উঠতে কাঁদে বসতে কাঁদে
ডানে কাঁদে বামে কাঁদে
সামনে কাঁদে পিছনে কাঁদে।
কাঁদে গণতন্ত্র আজ কাঁদে
তাকাতে কাঁদে ঘুমাতে কাঁদে
অফিসে কাঁদে আদালতে কাঁদে
নড়তে কাঁদে চড়তে কাঁদে।
কাঁদে গণতন্ত্র আজ কাঁদে
ভদ্রে কাঁদে নিষ্ঠায় কাঁদে
গণতন্ত্র এখন বিবেকে বাঁধে!
প্রতিবাদে কাঁদে উৎসাহে কাঁদে।
কাঁদে গণতন্ত্র আজ কাঁদে
ফলে কাঁদে ফুলে কাঁদে
মাছ-শাক-সবজিতেও কাঁদে।
গণতন্ত্র এখন কাঁদেনা কোঁথায়?
মসজিদে কাঁদে মন্দিরে কাঁদে
গীর্জায় কাঁদে প্যাগোডায় কাঁদে
শুধু কাঁদেনা শাসক গোষ্ঠীর দলে
শোষণ নিপীড়ন নির্যাতনে!
গণতন্ত্রকে দমিয়ে রাখে।
শিক্ষা কাঁদে দয়াল কাঁদে
জেল কাঁদে চিকিৎসা কাঁদে,
শিশু কাঁদে মাতৃ গর্ভে-
পিতৃ পরিচয় কি দিবে?



শনিবার
১৩ পৌষ, ১৪২১  
২৭ ডিসেম্বর, ২০১৪
০৪ রবিউল আউয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ