সাদার ওপর কালো
কালোর ওপর সাদা
যতো লাগে ভালো
যতো জাগে আশা!
ততো উজ্জল আলো
আর কোনো বর্ণে
ফোঁটেনা অতো!

কালো বর্ণের দাতে
হাসির ঝলক ঝরে যতো
মুক্তা যেনো পড়ে খসে
প্রভাবিত আলো!
অন্য বর্ণে জোছনা হাসলেও
মন কাড়েনা ততো
সাদা কালোয় যতো।



শুক্রবার
১২ পৌষ, ১৪২১  
২৬ ডিসেম্বর, ২০১৪
০৩ রবিউল আউয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ