চেনা পথ আজ বড় অচেনা,
কিছুই ঠিক ঠাক বলা যাচ্ছেনা
কোঁথায় ভিড়বে সে তরী,
মাঝি হারিয়ে দিক- অভিভূত যাত্রী
হাবুডুবু, স্রোতও প্রতিকূল
থোকা থোকা মেঘ ক্ষণে রোদ ক্ষণে বৃষ্টি
টর্ণেডের আভাস!
শো শো আওয়াজ বাড়ছে অনবরত
কত নম্বর বিপদ সংকেত?
ভ্যাপসা গরমটাও কম নয়
জোয়ার ছাড়া নেই শেষ উপায়
তবেই হয়ত মিলবে চর, কিনারা-
তাই হলো নীলাকাশ সোনালী কিরণের হাটা!
শরিষা ক্ষেত, বাদাম, ফুঁটি, ঘাস
দোয়েল বাবুই টুনটুনির আনাগোনা-
কোকিলের ডাক।



মঙ্গলবার
০৯ পৌষ, ১৪২১  
২৩ ডিসেম্বর, ২০১৪
২৯ সফর, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ