এখন এসে আর কি করবে
যা হবার তা হয়েই গেছে
পুরোনোকে আর মনে করে!
আহত করতে চাইনা নতুনকে
ভাল থেকো তুমি তার সাথে।

সকালে যেমন শিশিরে ভিজে
সারা গাঁ ঘুরতে আমায় নিয়ে
বিকেল হলে নদীর ঘাটে-
সন্ধ্যা অবধি গল্প গুজুবে,
রাতে কথা বলতে চাঁদের সাথে।

বাঁধা মানতেনা কোনো কিছুতে
যখনই মনে করতে আমাকে
তখনই আসতে আমার বাগানে,
সুখে থেকো তুমি জনম ভরে
ভুলে যেও অতীত স্মৃতিগুলিকে।



সোমবার
০৮ পৌষ, ১৪২১  
২২ ডিসেম্বর, ২০১৪
২৮ সফর, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ