কোট প্যান্ট টাই বেল্ট খিচে
রাস্তার মোড়ে বেমালুম;
একটা লম্বা সিগারেট আকাশ পানে ফুঁকলে
আর সারা রাস্তা জুড়ে
একটা দুই’শো সিসির বাইক হাঁকালেই
হওয়া যায়না মরদ?
মরদ হতে হলে দরকার হেম্মত!
অন্যায়ের বিরুদ্ধে লড়বার প্রতিজ্ঞা
যেখানে ব্যভিচার সেখানে প্রতিরোধ
যেখানে অত্যাচার সেখানে প্রতিবাদ
যেখানে অশ্লীল সেখানে সভ্যতা-
কিছুই না পারলে অন্তত প্রতিশোধ।
অসহায়ের পাশে দাঁড়ানোর মনোবল
পরিবার ন্যায় সুখ-দুখের দায়-দায়িত্ব
মজলুমের হক প্রতিষ্ঠিত  
তবেই সে মরদ!
সাব্বাস বাপের বেটা।



রবিবার
০৭ পৌষ, ১৪২১  
২১ ডিসেম্বর, ২০১৪
২৭ সফর, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ