তোমরা নিজেরা নিজেকে ভাবো
আমার পথের কাঁটা বিষ ফোড়া,
মিছে ভাবনা।

আমি ভাবি তোমাদের-  
আমার উপরে উঠার সহায়ক
আগামি স্বচ্ছ মজবুত সিড়ি।

আমি স্বাগত জানাই খুশি হই
ধীর অপেক্ষা করি,
যতক্ষন পর্যন্ত ধরোনা দোষ-ত্রুটি।

অতঃপর আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ
সব শেষে সিদ্ধান্ত-
বাহিরে থাকলেও জোড়ালো অংশ গ্রহণ।


(কবি বন্ধুবর, বেশি ব্যস্ততার কারনে আপনাদের কবিতা পড়তে পারছিনা জন্য আন্তরিক ভাবে দুঃখিত।)


শনিবার
০৬ পৌষ, ১৪২১  
২০ ডিসেম্বর, ২০১৪
২৬ সফর, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ