সবাইকে তো আর সব কথা বলা যায়না
আর সব সময়, সময় হয়েও ওঠেনা
তোমার চোখের নিচে আবছা আবছা দাগ!
তুমি রাত্রে ঠিক মতন ঘুমাওনা হয়ত!
কয়েকদিন সারারাত ঘুমাতে পারিনা আমিও
কি একটা ভাবনা তাড়া করে সারা আকাশ জুড়ে
খেলা করে ছেড়া ছেড়া মেঘ, শিশির বিন্দু-
লুকোচুরি করে জোনাকি, চাঁদ, নক্ষত্রও।
সবার কাছে কি সব কিছু চাওয়া যায়
তোমার কাছে যা আছে তা কি দেবে আমায়
খুব বেশি কিছু নয়;
একটা ঘাস ফুল আর কিছু হাসির কণা।
সবার ওপর কি ওভাবে নজর দেওয়া যায়
যেমনটা দিতে পারি তোমার প্রতি
তোমায় আমি আমার চোখ তিনটিই দিয়েছি
চাইলেই দিতে পারি বাকীগুলোও এখুনি;
আমার হাত নাক বুক চিবুক-
দিতে পারো তুমিও আমায়।
বুধবার
০৪ পৌষ, ১৪২১
১৮ ডিসেম্বর, ২০১৪
২৪ সফর, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ