তুমি যা কিছু চাও-
তা চাও; শুধু মাত্র এক আল্লাহ্‌র কাছে
অন্য কারে কাছে নয়,
পৌঁছে যাবে সে চাওয়ার বার্তা
আরশে আজিম,  
এমনকি সুপ্ত কামনা-বাসনা  
যা কিছু ভাবো মনের অতল গভীরে।

বিশ্বাস রাখো আল্লাহ্‌র ওপর
তাঁর সমতুল্য কেউ-ই নয়
যা কিছু দৃশ্য অদৃশ্যমান
সব কিছুতেই তাঁর নিয়ন্ত্রণ।
তাঁকে দেখতে চেয়োনা?
তাঁর নূরে ছারখার হয়ে আছে পাহাড় তুর
জ্ঞান হারা হয়েছিলো মুছা কারীমুল্লাহ।

অন্য কারো কাছে কভু-
কস্মলিনকালেও নয় মাথা নতো
একমাত্র আল্লাহ্‌ ছাড়া।
শিরক করোনা, করোনা বেদাত
কখনোই করোনা কবিরা গুণাহ!
তবে পাবেনা কোনো পাপ ক্ষমা
হও সে যতো বড়ই শক্তিধর।



বুধবার
০৩ পৌষ, ১৪২১  
১৭ ডিসেম্বর, ২০১৪
২৩ সফর, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ