চোর সেজে যে ভালোবাসে
আড়ি আমার তার সাথে!
পাশে বসলে যাবো সরে
চোখে চোখে চোখ রাখলে
তখনো আসবোনা কাছে,
দূরে থেকে ভেংচি কেটে
খিল খিল করে দন্ত দেখে
মন্তর পড়বো মনে মনে;
সে যেনো যায় না চলে।
যদি সে একবার দৌড় দিয়ে
হাতটা আমার ধরতো চেপে
বলতো হেসে কেমন লাগে?
দরফর দরফর করছে বুকে!
কেউ দেখলে দেখুক গিয়ে!
পরশ পেলেই যাবো হেলে
কোমল কোলে পড়বো ঢলে।
আড়ি আমার তার সাথে;
যে আমায় নিয়ে বাজি ধরে
বন্ধু মহলে সোরগোল করে,
ফুল হাতে যে লুকোচুরি করে
কবে দেবে তা খোপায় বেঁধে?
চোর সেজে যে ভালোবাসে।
মঙ্গলবার
০২ পৌষ, ১৪২১
১৬ ডিসেম্বর, ২০১৪
২২ সফর, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ