উৎকোচ নিলাম উৎকোচ দিলাম
মাইনাসে মাইনাসে প্লাস করলাম-
কাকে ঠকালাম? কে লাভবান? কার লোকসান?
সন্মান!
চক্ষু সম্মুক্ষে এক রকম-
আদতে সত্য- অকথ্য, ঘৃণা, থুথু অন্য রকম।

ক্ষনিক চক্ষু মুদে দেখি হায়! হায়!
বুকে হাত রেখে দেখি মিছে তন্ময়!
অন্যকে ঠকাইনি-
ঠকেয়েছি নিজেকে,
রেখেছি বাকি-
আজ তাদের কড়ায় গন্ডায় দিচ্ছি বুঝে!

কে- ধণি?
আমি! না- পাশের বাড়ির ওই ফেলানি-
আজও পাওনা রিলিফের গম আটা ময়দা তেল শাড়ী।
না- ওই পোষাক কর্মী!  
যার রক্ত মেখে আছে তন্ত্রে তন্ত্রে সূচের ফোঁড়ে,
যার শ্রমে অর্থনীতির চাকা আকাশে উড়ে......
অর্থনীতিবিদরা মূদ্রা স্ফিতির স্পন্দন, স্বপ্ন লালন করে।
না- ওই গৃহ কর্মী আদুরী!
যার স্বপ্ন কোমল ছোঁয়া লেগে আছে
সাহেব-বিবির যোজন যোজন থালা বাসন ডিনার সেট ড্রইং রুমে  
বিছানা পত্র সৌন্দর্য আরাম আয়েসে।

রাত-বিরাতে বিজ্ঞ-বিশ্লেষকদের ঠিকই টক শো-জমে;
তবুও ধামাচাপা পড়ে আসল আলোচনাই হারিয়ে যায় বিষয়ের আড়ালে-  
তারা, তাদের সন্তানরা কোন সুযোগটা পাচ্ছে?  
শিক্ষা, চিকিৎসা, পুষ্টি-ভিটামিন, আবাস কিংবা জন্ম ভিটাতে!

নিশ্চিয়ই প্লাসে প্লাসে প্লাস হয়!
সে প্লাসে উভয়ের দুঃখ হারায় সুখ উড়ায় সুবাস ছড়ায়
তাতে সুনিবিড় শান্তি আছে ভালবাসা বাড়ে হাসে-
আসে চির মুকুট হাতে।


শনিবার
২৯ অগ্রহায়ণ, ১৪২১  
১৩ ডিসেম্বর, ২০১৪
১৯ সফর, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ