মাগো মা –মা, মা- ও-গো মা-
তুমি ছাড়া আঁধার আমার এ দুনিয়া
তোমার সাথে আমায় তুমি যাও নিয়া
তুমি না থাকলে আর কে আছে?
সোহাগ করে কে গোসল করাবে!
কে খাওয়াবে আদর করে দুধ ভাত কলা
কে ঘুম পাড়াবে মাথায় হাত বুলিয়া,
কে শাসন করে ফিরাবে- করবে মানা-
ওই কাজ সত্য ন্যায় কল্যাণের পথ না
কে আর পূরণ করবে আমার বাহানা।
মাগো মা –মা, মা-- ও- মা, মা, মা---
তুমি চোখ না খুললে, আমিও খুলবোনা
তোমায় ছাড়া আমি আর মুখে দেবোনা
এক ফোটা পানি, কোনো অন্ন-দানাপিনা
খোদা, আমার ডাক কী শুনতে পারছোনা!
মা সুস্হ নাহলে আমাকে বাচিয়ে রাখোনা।
বৃহস্পতিবার
২৭ অগ্রহায়ণ, ১৪২১
১১ ডিসেম্বর, ২০১৪
১৭ সফর, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ