ওসব ইঁদুর বেঙ চামচিকা বিচ্ছু
আমার করতে পারবেনা কিচ্ছু-
আমায় যদি রাখো তোমার পিছু।

ওরা যতোই বলুক আমি ন্যেংটু-
আমি অজ্ঞ উম্মাদ নির্বোধ বুদ্দু-
তবুও এতটুকু টলবোনা দুলবোনা

মরিচিকার পিছে আর ছুঁটবোনা...
কানে হাত না দিয়েই দৌঁড়াবোনা
তোমার নির্দেশ ছাড়া নড়বোনা।

যতো ভুল ত্রুটি! করো মার্জনা-
যেনো আমি সদ্য নিস্পাপ শিশু
যেনো পুলছিরাত অতি অল্প কিছু।

যে পথে হেঁটেছে মোহাম্মদ, যীশু
সে পথ কি ছাড়তে পারি একটু!
আল-কোরাণ আমার হৃদয়, চক্ষু।



মঙ্গলবার
২৫ অগ্রহায়ণ, ১৪২১  
০৯ ডিসেম্বর, ২০১৪
১৫ সফর, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ