যে যেদিকে টানে
সেদিকেই ভীড়ে-
মনে মধ্যমনি হয়ে
মননে ভাসে-
মধ্যস্হলে দাঁড়িয়ে
আপন ভেবে
দু’হাত বাড়িয়ে দেয় বাহু ডোরে
স্বাগত আগতকে সমাদরে-
সবাইকে জেনে!
ভয় ডর নাই কোনোখানে
কচি বাশ হেনে তপবনে,
তবে আচর কাটলে-
রেহাই নেই, তোলপার ক্ষনে
চুপ নাই মহলে-
দিয়েই যেতে হবে
ছাড় নাই কোনোমতে,
নচেত ঘুমরি খেয়ে
লেপ্টে ধরবে!
ঘোর আনাচে কানাচে,
কুল পেতে ভুল হলে
মাশুল হবেই দিতে।
(বন্ধুবর, নেট বিভ্রাটে আছি)
বৃহস্পতিবার
২০ অগ্রহায়ণ, ১৪২১
০৪ ডিসেম্বর, ২০১৪
১০ সফর, ১৪৩৬
রাগবেন্দ্রপুর, সাদুল্যাপুর, গাইবান্ধা