শত্রু শত্রু খেলা
শত্রু মোকাবেলা
শত্রু দিয়ে শত্রু ধরা
শত্রু ঘায়েল করা,
শত্রুও হয় প্রিয় মিত্র
যখন স্বার্থ নিহিত!
মেঘের ঘর্ষণে বৃষ্টি
অতঃপর রোদ মিষ্টি
স্ফুলিঙ্গ পুরণ হাসি
পুষ্পে ভরে ভূমি।
শত্রু শত্রু খেলা
শত্রুকে গেলে চেনা
শত্রুও হয় মিত্র
হয় পুত পবিত্র!
ঝরে সুখের অশ্রু
সময়ে হয় প্রকৃত বন্ধু-
চিরজনমের প্রয়াত শত্রু।
মঙ্গলবার
১৮ অগ্রহায়ণ, ১৪২১
০২ ডিসেম্বর, ২০১৪
০৮ সফর, ১৪৩৬
চৌধুরী বাজার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা