একটা মানুষের কয়টা বাড়ি;
আমেরিকা অস্ট্রেলিয়া লণ্ডন
কানাডায় সিসোনাল
মালয়েশিয়ায় সেকেন্ড হোম-
গুলশান বনানীতে আলিসান
পাড়া-গাঁ বিক্রমপুর, মধুপুর
পিকনিক স্পট সুন্দরবন, কক্সবাজার
মক্কা মদীনায় সংরক্ষিত-
পড়ে রবে সব শূণ্য খাঁচা!
যতোই হোক হীরা মাণিক জহরত।
একটা মানুষের একটা বাড়ি
সাড়ে তিন হাত দৈর্ঘ্য-
সাড়ে তিন হাত কাপড়
আতর সুরমা বড় জোর কর্পূর,
না চাইলেও যাবেই; বদী আর নেকি।
সোমবার
১৭ অগ্রহায়ণ, ১৪২১
০১ ডিসেম্বর, ২০১৪
০৭ সফর, ১৪৩৬
সাতার পাড়া, গাইবান্ধা