কোথায় আমার মানবতা
হারিয়ে যাচ্ছে কোন গহীনে, তলাহীন প্রাপ্ত-
ভাসমান আমার প্রতিজ্ঞা
মুখেই শুধু সবকিছু, এটা করবো ওটা করবো
ঝঞ্জাট জঞ্জাল রাখবোনা
কাজের কাজ কিছুই না,
আমার সামনেই হারালো একটা পরিবার
তার বিষয় সম্পত্তি স্ত্রী কন্যা
আজ অবশেষ টুকুই নিঃশেষ প্রায়
ভূমি-দস্যু ভরছে দরিয়া
আর ভাঙছে অন্যের ঘর বাড়ি কবর
বাকি ভিটেটুকু ছাড়ানোর বাহানা।
চেয়ে চেয়ে দেখছে সকল ধনবান জ্ঞানবান!
জেনে শুনেও কেউ কিছুই বলছিনা
যেনো সকলে মূক বধির!
সমাজে যাদের করা উচিত অন্যায়ের প্রতিরোধ
তারাই যদি হয় সুবিধাবাদি ভক্ষক
তবে আর কি করে সম্ভব সংস্কার কল্যাণ
যা কিছু করছি তা অভিনয় ছলনা।
শনিবার
১৫ অগ্রহায়ণ, ১৪২১
২৯ নভেম্বর, ২০১৪
০৫ সফর, ১৪৩৬
সাতার পাড়া, গাইবান্ধা