সাহসিকতার যারা রেখে গেছে অবদান
অনেকের তাদের দিতে হয়েছে অকালে প্রাণ
তারা করেছে সত্যের জন্য আপোসহীন সংগ্রাম
তারা শহীদ, তারা অম্লান।
যুদ্ধ ময়দানে কখনও দমেনি, করেনি মাথা নিচু,
কখনও হটেনি পিছু-
বরং এগিয়ে দিয়েছে দ্বিগুণ বুকের পাটা    
যুগে যুগে পালাক্রমে অজস্র;
হাসান-হোসেন, সাদ্দাম, ইয়াসির আরাফাত
তাদের জন্য আজও অনন্য;
সমাজ-জাতি-ধর্ম-বিশ্ব ভ্রমাণ্ড।
আর তুমি একটুতেই হাঁপিয়ে ওঠো
কারাবাসের পাও ভয়!
পরবন থেকে নিজের বনের সিংহাসন চাও
মেনি বিড়ালের প্রলাপ!
তবে যুদ্ধ ময়দান তোমার জন্য নয়
গণতন্ত্র উদ্ধার তোমাকে দিয়ে নয়
তোমার মুখে জাতির মুক্তি; স্বপ্ন মাত্র-
তুমি কাপুরুষ!
রাজপথ সরগরম রাখতে হলে চাই;
এক হাতে মৃত্যু পরোয়ানা-
অন্য হাতে মোকাবেলার অস্ত্র
তবেই তুমি বীর, তুমি যোদ্ধা-
তবেই সম্ভব বিজয়!
নচেৎ গুড়েবালি, ধূলিসাৎ ...
তবে শুনতেই হবে কুলাঙ্গার-
এর চেয়ে ঢের কুলুখ পড়া
পানি আরও বেশি ঘোলা না করা।
সত্যের জন্য মৃত্যু; অপমৃত্যু নয়; সৌভাগ্যের!
শহীদ, চির অম্লান।


শুক্রবার
১৪ অগ্রহায়ণ, ১৪২১  
২৮ নভেম্বর, ২০১৪
০৪ সফর, ১৪৩৬

সাতার পাড়া, গাইবান্ধা