এই শোনো!
একটু দাঁড়াও
এদিকে তাকাও
একটা কথা;
একটু চোখ দু'টো দাও
একটু কানের দুল দুলাও
একবার নোলকটা-
একটা কবিতা হও।
এই দেখো!
একটুকু হাসি...
একটা হাত বাড়াও
এই আঙ্গুলটা-
একতা পথ হও
এর মাঝে ছোটোখাটো ঝড়
একবার ঘোমটা উঠাও।
এই এতটুকু রাঙাও!
এই ঠোঁটে রং বিলাও
এই বুকে ...
এইখানে সুখ ছিটাও
এরপর... দোলো-
একটা কবিতা দাও
একটা কবিতা হও।।
বৃহস্পতিবার
১৩ অগ্রহায়ণ, ১৪২১
২৭ নভেম্বর, ২০১৪
০৩ সফর, ১৪৩৬
সাতার পাড়া, গাইবান্ধা