কালের বিবর্তনে-  
পাল্টে গেছে অনেক কিছু
শুধু পাল্টালোনা আজও-
ওই একটা শব্দ ?  
রইল সেই আগের মতন
আদিম থেকে মধ্যযুগ বর্বরতা
এখন কলি কাল!
তবু তুমি সেই, সেই- রকমই
আগের মতন।
ভালোবাসা ছাড়া কি হয় বলো ?
কিছুই হয়না;
না- প্রেম, না- বিরহ,
হাসি-তামাশা, কান্না, মান-অভিমান
যাই বলো ?
আগে ভালোবাসা, তারপর...
এই ধরো;
কেউ একটা কাজ করবে!
সে ওই কাজটাকে আগে ভালোবাসে!!!
তারপর তা নিয়ে- হয়ত,  
গভীর ভাবে থিসিস;
কাজটা করবে, কি- করবেনা!
অতঃপর একটা সিদ্ধান্তে উপনিত
যদি না করে-
সেটাও একটা ভালোবাসার প্রতিফলন
কাজটা করতে তার লাগছেনা ভালো!
যদি কেউ মরতে চায়;
তাও একটা ভালোবাসা
এখন তার ভালো লাগছে মরণ সূধা!
যদিও তা সর্বজন অমঙ্গল।
কালের বিবর্তনে-  
পাল্টে যায় অনেক কিছু
শুধু পাল্টায়না, পাল্টাবেনা-  
ওই একটা শব্দ ভালোবাসা!!!


বুধবার
১২ অগ্রহায়ণ, ১৪২১  
২৬ নভেম্বর, ২০১৪
০২ সফর, ১৪৩৬

ভাকুকা, ময়মনসিংহ