পাল্টে যেতে পারে দিন পাল্টে যেতে পারে রাত
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে
পাল্টে যেতে পারে আশা পাল্টে যেতে পারে বাসা
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে
পাল্টে যেতে পারে চুল পাল্টে যেতে পারে কূল
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে
পাল্টে যেতে পারে ভুল পাল্টে যেতে পারে ফুল
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে
পাল্টে যেতে পারে দুঃখ পাল্টে যেতে পারে সুখ
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে।
পাল্টে যেতে পারে আস্ফালন, আস্বাদন-
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে
পাল্টে যেতে পারে গ্রহ পাল্টে যেতে পারে নক্ষত্র
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে
পাল্টে যেতে পারে পাহাড় পাল্টে যেতে পারে সমূদ্র
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে
পাল্টে যেতে পারে আসন সিংহভাগ সিংহাসন
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে
মরণের দুয়ারে মরণ এলে- কবর, কবরের পর!
তবুও তোমার আমার ভালোবাসা অমনি রবে।
মঙ্গলবার
১১ অগ্রহায়ণ, ১৪২১
২৫ নভেম্বর, ২০১৪
০১ সফর, ১৪৩৬
ভাকুকা, ময়মনসিংহ