এই- তো সেদিন দেখলাম
বিআরটিসি বাস স্টপেজে-
দাঁড়ানো শৃঙ্খলাবদ্ধ দৃষ্টি নন্দন
নীল হলুদ বেগুনি হরেক রকম,
অপরূপা! মমতা মোম মধুমাখা মনোরম-
চুলকাটা চুলছাড়া কারো বেণী বাধা
খোপায় গোলাপ গাঁদা হাস্নাহেনা
কারো আবার কালো জামা!
সাদা আব্রু সাদা ছাতি সাদা সাদা হাসি।
পেঙ্গুইন তাদের- বুক
কাজল কালো টানা টানা চোখ!
এক ঝলকে কেড়ে নেয় হৃদয় সম্মুখ
এক পলকে ভুলিয়ে দেয় জীবনের দুখ।
কে বলেছে পরীরা নাই!
এই- তো সেদিনই দেখলাম
কিছুক্ষণ কথাও বললাম,
তবে তাদের ডানা কাটা ছিলো কিনা
তা ভালো করে দেখতে পারি নাই ...!
সোমবার
০৩ অগ্রহায়ণ, ১৪২১
১৭ নভেম্বর, ২০১৪
২৩ মহররম, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ