এই আমি দাঁড়ালাম!
আজ যাচ্ছিনা সহসা
কতক্ষণ দিবি, দে ...
কতক্ষণ দাঁড়িয়ে রাখতে পারিস, রাখ!
আজ তোকে দিতেই হবে?
আমাকে দেওয়ার মতন
তোর কোনো কিছু নেই কমতি!
আর আমার চাওয়া পাওয়া
নিতান্তই অনেক অনেক কম।
আজ ...কত বছর?
তোকে কি কোনো দিন বলেছি;
আমার পাশে এসে গা ঘেঁষে বস
কোমল নিষ্পাপ হাত দুটো দে-
একটু রেখাগুলি দেখি!
নাকটাও ঠিক মতন ছুঁয়নি।
কোনোদিন না, কোনোদিন না-
কোনোদিন-ই বলিনি;
আমায় তোর ভালোবাসা দে-
আজও বলছিনা!
শুধু তোকে দেখতে আসি।
আমার তো শুধু এতটুকুই চাওয়া পাওয়া;
তোকে দুনয়ন জুড়ে এক পলক দেখা-
তা থেকেও কেনো করতে চাস বঞ্চিত?
দিব্বি! ফিরে যাচ্ছিনা আজ-
ঝড় বৃষ্টি তুফান যতো হয় হোক
এই আমি ছিপ নিয়ে বসলাম;
তুই অন্ততঃ একবার আয় পুকুরের ওপাড়
কতদিন... দেখিনা! দেখে নিই দু’নয়ন ভরে।
তুই এত স্বার্থপর হলি কবে;
জানালার শিকের ফাঁকে ...
ঠিকই আমাকে দেখছিস, আমায় ঠকাচ্ছিস
আর আমি তোর অপেক্ষা... অপেক্ষায়
মাছরাঙার সাথে রোজ রোজ লুকোচুরি!
আজ ... কত দিন?
তুই হয়ত ঠিক ঠিক জানিসনা;
তোদের পুকুরের মাছগুলো কত ক্ষুধার্ত!
রোগা শোকা হচ্ছে দিন দিন
একবার এসে; ওদের কিছু খাবার দিয়ে যা।