আমি এখনও হইনি এত বড় অকৃতজ্ঞ
তিলে তিলে গড়া এতদিনের সঞ্চিত ফুল ঝুড়ি গুলো
চাইলেই ফেরত দিতে পারিনা এত সহজেই
সেগুলো এক একটা প্রতিস্হাপন করা আছে
আমার এক একটা গুরুত্বপূর্ণ জায়গায়
কোনটাকে খাটো করে দেখি, তুমিই বলো?
আজ তোমার কাছেই চাচ্ছি শেষ উপদেশ
কোনোটাকে স্হাপন করা আছে আমার এই বাহুতে
কোনোটাকে জিহ্বায়, নাক, কন্ঠনালিতে-
আমার চোখের কোঠা, চোখের পাতা,
মণিকোঠার ভেতরের ভেতরে ... ।
এই যে আমি আজ সরল পথ চলছি
সামনে এগুচ্ছি একের... পর এক
এর কোনটাকে তুচ্ছ করি, তুমিই বলো?
আমায় আর ঠেলে দিওনা অকৃতজ্ঞের মুখে
করতে চেয়োনা বন্ধুদের কাছে হেয়!
আমি কি ফেরত দেই, কি করে?
এই যে, যে আঙ্গুলে কলম চেপে তোমায় লিখছি
সে আঙ্গুল গুলোতেও প্রতিস্হাপন করা আছে
এক... একটা আলাদা আলাদা।
বৃহস্পতিবার
২৯ কার্ত্তিক, ১৪২১
১৩ নভেম্বর, ২০১৪
১৯ মহররম, ১৪৩৬
উত্তরা, ঢাকা