তোমার কাছে আমি ভালোবাসা ভিক্ষা চাইবোনা
করবোনা কোনো রকমের কাকুতি মিনতি
শুধু এতটুকু বলতে চাই;
তোমায় আমি ভালোবাসি গভীর থেকে গভীরতর-
আমি রাস্তার মোড়ে হয়ে ভবঘুরে
থাকবোনা অপেক্ষায় দিন... রজনী ...
আমি তোমার কাছে করুণাও চাইবোনা।
এসব কিছু দিতেও পারবোনা;
নদী সাগর পাহাড় পর্বত হীরা জহরত
অথবা আকাশ, আকাশের চাঁদ-
সে আমার জন্য অসম্ভব,
তা কথার কথা!
সোনাদানা রূপোর কাঠি-
ওসবও ফাইলে করে রেখো বন্দি!
ওসব তুচ্ছ ভালোবাসার কাছে ... পৌরাণিক!
চালাকি, ছলচাতুরি, কৌশল অথবা অনুরূপ কিছু-
মিথ্যে আশ্বাস আমার ভালো লাগেনা,
তাও আবার তোমাকে- অসম্ভব!!
কোন অধিকারে বলছি জানিনা?
তবে তোমায় আমি ভালোবাসি
দূরে হলেও, গভীর- গভীর ভাবে পরখ করি
তোমার চলাফেরা, কি তোমার ভালোলাগা?
আমি বলবোনা আমি কাঙ্গাল;
তোমায় পাওয়ার জন্য সব ছাড়তে পারি
আত্মীয়ের সম্পর্ক পৈত্রিক ভিটেবাড়ি সম্পত্তি
- এসবের কোন কিছুই আমি ছাড়বোনা,
তেমনি ছাড়বোনা তোমাকেও।
তোমার জন্যই তো আমার এতকিছু, এত আকাঙ্ক্ষা!
এত চাহিদা, দিনরাত পরিশ্রম।
তোমায় আমি কিছুই দিতে না পারলেও যা দিতে পারি;
তা শক্ত মাটি, শীতে শিশির বিন্দু, আঁধারে সোডিয়াম আলো
অতি বর্ষায় ছাতা, বন্যায় ভেলা আর প্রখর রোদে একটু শীতল ছায়া।
আর এর চেয়েও তোমার যদি বেশি কিছু চাওয়ার থাকে;
তবে তোমায় আমার ভেতরের ভেতরে ডুব দিতে হবে
অবশ্য অবশ্য নিশ্চয় সেগুলোও খুঁজে পাবে।